এক জন সাদাসিধে জীবন পরিচালনা কারি ব্যক্তির কিছু রাজনীতির ইতিহাস তুলে ধরলাম,

sundarbannewsbd.blogspot.com












এক জন সাদাসিধে জীবন পরিচালনা কারি ব্যক্তির কিছু রাজনীতির ইতিহাস তুলে ধরলাম,

যে মানুষটা ছাত্রলীগ এর রাজনীতির মধ্যদিয়ে যার পথচলা শুরু যেই মানুষটা মাথানতো না করা, তারপর ১৯৯৪ থেকে ১৯৯৬ পর্যন্ত বিএনপি সরকারের জুলুম অত্যাচারের শিকার হয়েও যে মানুষটা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বিন্দু পরিমাণ রাজপথ থেকে সরে দারায়েনি, তারপর ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তার রাজনীতির পথচলা ভালই চলছিল, আবার চলে আসলো বিবেশিকাময় অসজ্য যন্ত্রণা ২০০১ থেকে ২০০৮ সালে বিএনপি জামাতের মিথ্যা বানোয়াট একাধিক মামলা হামলার শিকার তবুও যে মানুষ রাজপথ থেকে পিছুপা হননি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ১-১১ মুক্তি আন্দোলনের মধ্যদিয়ে দেশরত্নকে কারা মুক্ত করে ঘরে ফিরেন,, যেই মানুষটাকে কখনো দুর্নীতি স্পর্শ করতে পারেনি, সাদামাটা ভাবেই ১০টা বছর পার করেছেন খমতাসিন আওয়ামীলীগ সরকার থাকা অবস্তায়,



শেখ হুমায়ুন কবীর ভাই,
সদস্য ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ।

Comments

Popular posts from this blog

বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু চাচা আবারও বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন লাভ করায় আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা নিরন্তর।

মাননীয় মন্ত্রীর জীবনী