Posts

Showing posts from October, 2019

মোরলগঞ্জ বাজারে আবার ও আগুন

Image
sundarbannewsbd.blogspot.com মোরলগঞ্জ বাজারে আবার ও আগুন মোরলগঞ্জ বাজারে আবার ও আগুন মোরেলগন্জ বাজারে কেজি স্কুল  মোর সংলগ্ন  পশ্চিম মাথায় লেপ/তোসক ও ফার্নিচারের দোকানে আগুন লেগেছে ।মোল্লা বারি মোর।

Our Home Land Morrelgonj

Image
sundarbannewsbd.blogspot.com                                                                         Morrelganj Upazila Map Geography Morrelganj is located at  22°27′00″N 89°51′30″E / 22.4500°N 89.8583°E / 22.4500; 89.8583  . It has 61210 units of house hold and total area 460.91 km². Religious Institutions  Demographics As of the 1991 Bangladesh census, Morelgonj  has a population of 321153. Males constitute are 50.48% of the population, and females 49.52%. This Upazila’s eighteen up population is 165032. Morelgonj  has an average literacy rate of 49.5% (7+ years), and the national average of 32.4% literate.  Administrative Administration Morrelganj thana was established in 1909 and was turned into an upazila in 1985. It consists of 1 municipality, 16 u...

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা বেতন ও ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন।

Image
sundarbannewsbd.blogspot.com বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা বেতন ও ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন। বিকেলে মিরপুরে শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে এক সংবাদ সম্মেলন করে তারা এগারো দফা দাবি তুলে ধরেন। ক্রিকেটাররা বলছেন, তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সব ধরণের প্রতিযোগিতামূলক ম্যাচ ও অনুশীলনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমসহ অন্তত ত্রিশ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন। এদের অধিকাংশই জাতীয় দলের খেলোয়াড়। এমনিতে ক্রিকেটারদের ধর্মঘটে যাওয়ার কথা খুব একটা শোনা যায় না। এর আগে ১৯৯৯ সালে একবার ধর্মঘটে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। এমন সময়ে এই ধর্মঘটের ডাক দিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা, যখন আগামী মাসেই একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবার জন্য ভারত যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। সংবাদ সম্মেলনে এক একজন ক্রিকেটার এক একটি দাবির কথা তুলে ধরেন এবং তাদের বক্তব্য জানান। ছবির কপিরাইট ফারজানা জহির Image caption...

এক জন সাদাসিধে জীবন পরিচালনা কারি ব্যক্তির কিছু রাজনীতির ইতিহাস তুলে ধরলাম,

Image
sundarbannewsbd.blogspot.com এক জন সাদাসিধে জীবন পরিচালনা কারি ব্যক্তির কিছু রাজনীতির ইতিহাস তুলে ধরলাম, যে মানুষটা ছাত্রলীগ এর রাজনীতির মধ্যদিয়ে যার পথচলা শুরু যেই মানুষটা মাথানতো না করা, তারপর ১৯৯৪ থেকে ১৯৯৬ পর্যন্ত বিএনপি সরকারের জুলুম অত্যাচারের শিকার হয়েও যে মানুষটা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বিন্দু পরিমাণ রাজপথ থেকে সরে দারায়েনি, তারপর ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তার রাজনীতির পথচলা ভালই চলছিল, আবার চলে আসলো বিবেশিকাময় অসজ্য যন্ত্রণা ২০০১ থেকে ২০০৮ সালে বিএনপি জামাতের মিথ্যা বানোয়াট একাধিক মামলা হামলার শিকার তবুও যে মানুষ রাজপথ থেকে পিছুপা হননি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ১-১১ মুক্তি আন্দোলনের মধ্যদিয়ে দেশরত্নকে কারা মুক্ত করে ঘরে ফিরেন,, যেই মানুষটাকে কখনো দুর্নীতি স্পর্শ করতে পারেনি, সাদামাটা ভাবেই ১০টা বছর পার করেছেন খমতাসিন আওয়ামীলীগ সরকার থাকা অবস্তায়, শেখ হুমায়ুন কবীর ভাই, সদস্য ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস

Image
sundarbannewsbd.blogspot.com বাংলাদেশ  আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস  বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস এর প্রস্তুতি কমিটির  আহবায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম এবং সদস্য সচিব সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশীদ মননিত করায়। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ - সম্পাদক জনাব এইচ এম মিজানুর রহমান জনী ভাইয়ের পহ্ম থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

শুভেছা ও অভিনন্দন

Image
sundarbannewsbd.blogspot.com  শুভেছা ও অভিনন্দন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মনি মহোদয়ের সুযোগ্য পুত্র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস(এম,পি) মহোদয় কে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয়- উপ-কমিটির -সহ-সম্পাদক এইচ এম মিজানুর রহমান জনী ভাইয়ের পক্ষ থেকে  অভিনন্দন  ও মুজিবীয় শুভেচ্ছা।

শুভ জন্মদিন শহীদ শেখ রাসেল

Image
sundarbannewsbd.blogspot.com শুভ জন্মদিন শহীদ শেখ রাসেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তিনি শহীদ হন। ১৮ অক্টোবর তাঁর জন্মদিন, তিনি আছেন বাঙালির মনিকোঠায়, কোটি মানুষের ভালোবাসায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি— জনাব এইচ এম মিজানুর রহমান জনি ভাইয়ের পক্ষ থেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া রইল।

পদ্মায় ইলিশ শিকার নিয়ে বিজিবি-বিএসএফ গোলাগুলি

Image
sundarbannewsbd.blogspot.com   পদ্মায় ইলিশ শিকার নিয়ে বিজিবি-বিএসএফ গোলাগুলি   রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ শিকারের সময় ভারতীয় এক জেলেকে আটক করা হয়েছে। এই জেলে আটককে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বালুঘাট এলাকায় পদ্মা ও তার শাখা বড়াল নদীর মোহনায় এ ঘটনা ঘটে। বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আসিফ বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি আটক জেলের নাম জানাননি। কত রাউন্ড গুলি বিনিময় হয়েছে বা এতে কেউ হতাহত হয়েছে কি না সেটাও জানাননি মেজর আসিফ বুলবুল। মেজর আসিফ বুলবুল বলেন, একজন ভারতীয় জেলে আমাদের হাতে আটক রয়েছেন। শুনছি গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বিকালে দুই বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। তার পরই বিস্তারিত বলা যাবে। চারঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, প্রজনন মৌসুমের জন্য এখন নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় জেলেরা যেন নদীতে ইলিশ শিকার করতে না পারে ...

ট্রাফিক আইন নিয়ে সচেতন করার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন

Image
sundarbannewsbd.blogspot.com ট্রাফিক আইন নিয়ে সচেতন করার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন   জ্যেষ্ঠ প্রতিবেদক,   sundarbannews24.com Published:  16 Oct 2019 03:05 PM BdST   Updated:  16 Oct 2019 01:31 PM BdST স্কুলের শিশুদের ট্রাফিক আইন নিয়ে সচেতন করার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়কে দুর্ঘটনা কমাতে যানবাহনের চালক ও চলাচলকারী উভয়কেই দায়িত্বশীল ও সচেতন হতে হবে। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সড়ক যোগাযোগ উন্নয়নের কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, “আমি এটা সবসময় বলে আসছি যে, স্কুল থেকেই ট্রাফিক আইন সম্পর্কে আমাদের ছেলেমেয়েদেরকে সচেতন করতে হবে। আমি মনে করি যে প্রতিটি স্কুল থেকেই এই শিক্ষাটা দেওয়া একান্ত দরকার।” রাস্তায় চলাচলকারী ও যানবাহন চালকদের সচেতন ও দায়িত্বশীলতা নিয়ে তিনি বলেন, “রাস্তায় যখন যান চলাচল করবে, যারা গাড়ি (বাস, ট্রাক) চালাবেন বা মটরসাইকেল চালাবেন তাদেরকেও সচেতন হতে হবে। সচেতন হতে...

শেখ হাসিনা ওয়াজেদ

Image
sundarbannewsbd.blogspot.com  শেখ হাসিনা ওয়াজেদ   PM Sheikh Hasina শেখ হাসিনা ওয়াজেদ 10th Prime Minister of Bangladesh Incumbent Assumed office 6 January 2009 President Zillur Rahman Abdul Hamid Preceded by Fakhruddin Ahmed (Acting) In office 23 June 1996 – 15 July 2001 President Abdur Rahman Biswas Shahabuddin Ahmed Preceded by Muhammad Habibur Rahman (Acting) Succeeded by Latifur Rahman (Acting) Leader of the Opposition In office 10 October 2001 – 29 October 2006 Preceded by Khaleda Zia Succeeded by Khaleda Zia In office 20 March 1991 – 30 March 1996 Preceded by Abdur Rab Succeeded by Khaleda Zia In office 7 May 1986 – 3 March 1988 Preceded by Asaduzzaman Khan (1982) Succeeded by Abdur Rab Leader of the Awami League Incumbent Assumed office 16 February 1981 Preceded by Abdul Malek Ukil Personal details Born 28 September 1947 (age 72) [1] Tungipara , Gopalganj District , East Ben...