Posts

বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু চাচা আবারও বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন লাভ করায় আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা নিরন্তর।

Image
  শুভেচ্ছা ও অভিনন্দন ...... বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু আবারও বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মননায়ন  লাভ করায় আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা নিরন্তর। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা জনাব কামরুজ্জামান টুকু ভাইয়ের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি ৩/এ থেকে মনোনয়নপত্র গ্রহণ করলেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির অন্যতম সদস্য জনাব এইচ,এম, মিজানুর রহমান জনী ।         রিপোর্ট –মোঃ সাজ্জাদ হোসেন তালুকদার, নিজেস্ব প্রতিবেদক।

৬০ জেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

Image
৬০ জেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়। ছবি : পিআইডি আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর অবস্থানে থাকবে আওয়ামী লীগ। শনিবার গণভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় দলীয় সভাপতি শেখ হাসিনা কঠোরভাবেই এ বার্তা দিয়েছেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৈঠকে ৬১ জেলার জেলা পরিষদ চেয়াম্যান পদের মধ্যে শুধু সাতক্ষীরা বাদে ৬০ জেলায় দলীয় মনোনয়ন চূড়ান্ত করে আওয়ামী লীগ।  এ ছাড়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।  শনিবার বিকালে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম ও সংসদীয় বোর্ডের সদস্য আব্দুর রাজ্জাক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দলের প্রতি ত্যাগ ও অতীত কর্মকাণ্ডের ওপ...

মোরেলগঞ্জ আইসিটি ভিলেজ এর উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ হান্নান এর বিদায় সংবর্ধনা

Image
  মোরেলগঞ্জ আইসিটি ভিলেজ এর উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ হান্নান এর বিদায় সংবর্ধনা বাগেরহাটের মোরেলগঞ্জে ০৬/০৯/২০২২খ্রি: তারিখে মোরেলগঞ্জ আইসিটি ভিলেজ এর উদ্যোগে ইউআইটিআরসিই তে বিকাল ৫ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ হান্নান এর বিদায় সংবর্ধনা জানানো হয়। মোরেলগঞ্জ আইসিটি ভিলেজ এর সভাপতি, সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ আইসিটি ভিলেজ এর সাধারন সম্পাদক, সহকারী অধ্যাপক মোঃ আল আমিন তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোঃ বাকী বিল্লাহ,  আইসিটি ভিলেজ এর সহ-সভাপতি, প্রভাষক মোঃ হাসানুর কামাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউসুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও: মোঃ মশিউর রহমান, হিসাবরক্ষক মোঃ মনিরুজ্জামান, ইউআইটিআরসিই এর ল্যাব সহকারী মোঃ শিমুল বিশ্বাস, মোঃ হুমায়ুন কবির, মোরেলগঞ্জ আইসিটি ভিলেজ এর সদস্য সাকিব হাওলাদার, হাসিবুল ইসলাম সিফাত, সওকত হোসেন নবিন ও মোঃ জিলানী। সভায় বক্তারা মোঃ আঃ হান্নান স্যা...

মোরলগঞ্জ বাজারে আবার ও আগুন

Image
sundarbannewsbd.blogspot.com মোরলগঞ্জ বাজারে আবার ও আগুন মোরলগঞ্জ বাজারে আবার ও আগুন মোরেলগন্জ বাজারে কেজি স্কুল  মোর সংলগ্ন  পশ্চিম মাথায় লেপ/তোসক ও ফার্নিচারের দোকানে আগুন লেগেছে ।মোল্লা বারি মোর।

Our Home Land Morrelgonj

Image
sundarbannewsbd.blogspot.com                                                                         Morrelganj Upazila Map Geography Morrelganj is located at  22°27′00″N 89°51′30″E / 22.4500°N 89.8583°E / 22.4500; 89.8583  . It has 61210 units of house hold and total area 460.91 km². Religious Institutions  Demographics As of the 1991 Bangladesh census, Morelgonj  has a population of 321153. Males constitute are 50.48% of the population, and females 49.52%. This Upazila’s eighteen up population is 165032. Morelgonj  has an average literacy rate of 49.5% (7+ years), and the national average of 32.4% literate.  Administrative Administration Morrelganj thana was established in 1909 and was turned into an upazila in 1985. It consists of 1 municipality, 16 u...

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা বেতন ও ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন।

Image
sundarbannewsbd.blogspot.com বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা বেতন ও ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন। বিকেলে মিরপুরে শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে এক সংবাদ সম্মেলন করে তারা এগারো দফা দাবি তুলে ধরেন। ক্রিকেটাররা বলছেন, তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সব ধরণের প্রতিযোগিতামূলক ম্যাচ ও অনুশীলনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমসহ অন্তত ত্রিশ জন ক্রিকেটার উপস্থিত ছিলেন। এদের অধিকাংশই জাতীয় দলের খেলোয়াড়। এমনিতে ক্রিকেটারদের ধর্মঘটে যাওয়ার কথা খুব একটা শোনা যায় না। এর আগে ১৯৯৯ সালে একবার ধর্মঘটে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। এমন সময়ে এই ধর্মঘটের ডাক দিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা, যখন আগামী মাসেই একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবার জন্য ভারত যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। সংবাদ সম্মেলনে এক একজন ক্রিকেটার এক একটি দাবির কথা তুলে ধরেন এবং তাদের বক্তব্য জানান। ছবির কপিরাইট ফারজানা জহির Image caption...

এক জন সাদাসিধে জীবন পরিচালনা কারি ব্যক্তির কিছু রাজনীতির ইতিহাস তুলে ধরলাম,

Image
sundarbannewsbd.blogspot.com এক জন সাদাসিধে জীবন পরিচালনা কারি ব্যক্তির কিছু রাজনীতির ইতিহাস তুলে ধরলাম, যে মানুষটা ছাত্রলীগ এর রাজনীতির মধ্যদিয়ে যার পথচলা শুরু যেই মানুষটা মাথানতো না করা, তারপর ১৯৯৪ থেকে ১৯৯৬ পর্যন্ত বিএনপি সরকারের জুলুম অত্যাচারের শিকার হয়েও যে মানুষটা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বিন্দু পরিমাণ রাজপথ থেকে সরে দারায়েনি, তারপর ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তার রাজনীতির পথচলা ভালই চলছিল, আবার চলে আসলো বিবেশিকাময় অসজ্য যন্ত্রণা ২০০১ থেকে ২০০৮ সালে বিএনপি জামাতের মিথ্যা বানোয়াট একাধিক মামলা হামলার শিকার তবুও যে মানুষ রাজপথ থেকে পিছুপা হননি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ১-১১ মুক্তি আন্দোলনের মধ্যদিয়ে দেশরত্নকে কারা মুক্ত করে ঘরে ফিরেন,, যেই মানুষটাকে কখনো দুর্নীতি স্পর্শ করতে পারেনি, সাদামাটা ভাবেই ১০টা বছর পার করেছেন খমতাসিন আওয়ামীলীগ সরকার থাকা অবস্তায়, শেখ হুমায়ুন কবীর ভাই, সদস্য ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ।